HS Result: রাজগঞ্জের সেরা তৃষ্ণা রায় (৪৭৯), চা শ্রমিকের মেয়ে হতে চায় বিডিও

বেলাকোবা: উচ্চমাধ্যমিকে রাজগঞ্জ বিধানসভায় প্রথম এবং জলপাইগুড়ি জেলায় চতুর্থ স্থান অধিকার করেছে বেলাকোবা গার্লস হাই স্কুলের ছাত্রী তৃষ্ণা রায়। প্রাপ্ত নম্বর পাঁচশোর মধ্যে ৪৭৯। অভাবের সঙ্গে লড়াই করেই দুর্দান্ত রেজাল্ট।

আগামীতে WBCS পড়ে অধিকারিক হতে চায় মেয়ে। রাজগঞ্জের শিকারপুর অঞ্চলের মালিপাড়ার বাসিন্দা কুসুমেশ্বর রায়ের ছোট মেয়ে তৃষ্ণা।

মা চা শ্রমিক, বাবা ছোট ব্যবসা করেন। এই দিয়েই তিন মেয়েকে সামলাতে হচ্ছে। এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তাদের ছোট মেয়ে তৃষ্ণা রায় দুর্দান্ত রেজাল্ট করেছে।

বুধবার সন্ধ্যায় তাদের বাড়িতে গিয়ে সংবর্ধনা জানান রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার। কৃষ্ণার মা-বাবা জানাল, তাদের সামান্য আয় দিয়েই কোন রকমে সংসার চলছে। তার দিদিরাও পড়াশুনা এবং খেলাধুলায় যথেষ্ট ভালো। পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার জানান, কৃষ্ণার স্বপ্ন পূরণে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা থাকবে।