বেলাকোবা: হাসপাতালে বসেই উচ্চমাধ্যমিক পরীক্ষা দিলেন এক ছাত্রী। রাজগঞ্জের কেবলপাড়া হাইস্কুলের ছাত্রী রশনা রায় রবিবার অসুস্থ হয়ে বেলাকোবা গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়েছিল। এরমধ্যেই আজ সোমবার উচ্চমাধ্যমিকের ইতিহাস পরীক্ষা।
মুদিপাড়া হাইস্কুল পরীক্ষা কেন্দ্রে সিট পড়েছে ওই ছাত্রীর। কিন্তু অসুস্থ অবস্থায় সেখানে যাওয়া সম্ভব না হওয়ায় ছাত্রীর পরীক্ষার ব্যবস্থা করা হল হাসপাতালেই। এক শিক্ষক এবং পুলিশকর্মীরা উপস্থিতিতে পরীক্ষা দিলেন রশনা। হাসপাতাল কর্তৃপক্ষ নার্স ও ডাক্তার সকলেই অসুস্থ ছাত্রীর দেখাভাল চালিয়ে যাচ্ছেন।

