বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা! ট্রাক-বোলেরো সংঘর্ষে নিহত ৯

৯ জন আরোহীকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতরা সবাই ঝাড়খণ্ডের বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনার সময় সেখানে প্রবল বর্ষণ হচ্ছিল।

বিয়ের আনন্দ বদলে গেল মৃত্যুমিছিলে! বিয়েবাড়ি থেকে ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৯ জনের। শুক্রবার সকালে পুরুলিয়ার বলরামপুরের নামশোল এলাকায় ঘটল এই ঘটনা।

জানা গিয়েছে, শুক্রবার ভোরে বিয়েবাড়ি থেকে বলেরো গাড়িতে করে বাড়ি ফিরছিলেন ওই ৯ জন। ১৮ নম্বর জাতীয় সড়ক ধরে বলরামপুরের দিয়ে যাচ্ছিল বলেরো গাড়িটি। তখন পুরুলিয়ার দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয় তাঁদের।

সংঘর্ষ এড়াতে ট্রাকটি জোরে বাঁক নেওয়ায় সেটি রাস্তার পাশে উলটে যায়। তবুও এড়ানো যায়নি বিপদ। ট্রাকের ডান দিকে সজোরে ধাক্কা মারে বলেরোটি। সংঘর্ষের অভিঘাতে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। মৃত্যু হয়েছে বোলেরোর ৯ আরোহীরই।

খবর পেয়ে বলরামপুর থানার পুলিশ এসে বলেরোর আরোহীদের উদ্ধার করে বাঁশগড় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে বোলেরোর ৯ জনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতরা সবাই ঝাড়খণ্ডের বাসিন্দা বলে জানা গিয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, রাতভর বৃষ্টির জেরে রাস্তা কিছুটা পিছল ছিল। তাছাড়া ঘটনার সময় সেখানে প্রবল বর্ষণ হচ্ছিল। যার ফলে দৃশ্যমানতাও বেশ কম ছিল। তাছাড়া চালক ঘুমিয়ে পড়াতেও দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

নিহতদের নাম পরিচয় জেনে ঝাড়খণ্ড পুলিশের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুরুলিয়া জেলার পুলিশ। দেহগুলি ময়নাতদন্তের জন্য মাহাতো সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে শেষ খবর।

About The Author