গুয়াহাটি: আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বাস শর্মা ফের একবার তাঁর রাজনৈতিক রসিকতায় শিরোনামে। বুধবার তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে দাবি করেন, “১১ জন বাংলাদেশি ভুল করে ভারত নামে ট্রেনে উঠে ‘disturbance’ করতে এসেছিল। তাদের ডিবোর্ড করে বাংলাদেশের ‘origin station’-এ ফেরত পাঠানো হয়েছে।”
এই পোস্টে তিনি লেখেন, “May I have your kind attention. 11 passengers who boarded the wrong train to Bharat with an intention to create disturbance, have been deboarded and PUSHED BACK to their origin station—Bangladesh.”
এই মন্তব্য নিছক রসিকতা হলেও, এর পেছনে রয়েছে আসামের চলমান ‘পুশব্যাক’ অভিযান। গত কয়েক মাস ধরেই রাজ্য প্রশাসন বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী সন্দেহে বহু ব্যক্তিকে সীমান্তে ফেরত পাঠিয়েছে।
তবে এই ‘পুশব্যাক’ প্রক্রিয়া নিয়ে বিতর্কও রয়েছে। কারণ, এতে আইনি প্রক্রিয়া এড়িয়ে সরাসরি সীমান্তে পাঠিয়ে দেওয়া হয়, যা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলির দৃষ্টিতে প্রশ্নবিদ্ধ।
হেমন্তর এই পোস্টে কেউ বলছেন “সাহসী পদক্ষেপ”, কেউ আবার একে “নির্বাচনী প্রচারের নাটক” বলেও কটাক্ষ করেছেন।
এই ঘটনার সূত্রে —এই ১১ জনের সঠিক অবস্থান বা কোথা থেকে ধরা পড়েছেন, তা স্পষ্ট নয়। তবে মুখ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, তাঁদের উদ্দেশ্য ছিল “disturbance” সৃষ্টি করা।
এই পোস্টের মাধ্যমে হেমন্ত আবারও তাঁর সোশ্যাল মিডিয়া স্টাইলের রাজনৈতিক বার্তা তুলে ধরলেন—যেখানে প্রশাসনিক পদক্ষেপের সঙ্গে রসিকতা মিলিয়ে দেওয়া হয়, কিন্তু বার্তা থাকে স্পষ্ট।