বাংলাদেশের সঙ্গে কূটনীতির সময় শেষ। স্থায়ী সমাধানের জন্য দরকার ‘সার্জারি’। বাংলাদেশে চলমান অস্থিরতা এবং তার প্রভাব নিয়ে তীব্র মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
তিনি স্পষ্ট ভাষায় বলেন, বাংলাদেশের সঙ্গে কূটনীতির সময় শেষ হয়ে এসেছে, এবার স্থায়ী সমাধানের জন্য দরকার ‘সার্জারি’। মুখ্যমন্ত্রীর দাবি, প্রতিবেশী দেশের সংকট ভারতের উত্তর-পূর্বাঞ্চল, বিশেষ করে অসমের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
শর্মা নিউজ১৮-এর ‘রাইজিং অসম কনক্লেভ’-এ বক্তব্য রাখতে গিয়ে শিলিগুড়ি করিডোরকে ভারতের সবচেয়ে বড় কৌশলগত উদ্বেগ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই সংকীর্ণ করিডোরকে সুরক্ষিত করতে ভারতকে একদিন ২০–২২ কিলোমিটার জমি নিতে হতে পারে—তা কূটনৈতিক বা জোরজবরদস্তির মাধ্যমেই হোক। শর্মা এটিকে একটি ‘অসম্পূর্ণ এজেন্ডা’ বলে অভিহিত করেন এবং জানান, সময় ও পদ্ধতি কেন্দ্রীয় সরকার স্থির করবে।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে লক্ষ্য করে তিনি বলেন, মহম্মদ ইউনুসের সরকার বেশিদিন টিকবে না। পাশাপাশি তিনি ১৯৭১ সালের যুদ্ধের সময় ইন্দিরা গান্ধীর সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, তখনই জমি নিয়ে ‘চিকেন নেক’ সমস্যার স্থায়ী সমাধান করা যেত।
অসমে জনসংখ্যাগত পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করে শর্মা আরও বলেন, ২০২৭ সালের আদমশুমারিতে হিন্দু ও মুসলিম জনসংখ্যা সমান হতে পারে, যা রাজ্যের শাসন ব্যবস্থাকে জটিল করে তুলছে
Disclaimer: This report quotes a political statement for news awareness only. It is journalistic framing, not personal opinion. We do not endorse or support any form of violence.

