হিমাচল প্রদেশ: একসঙ্গে দুই ভাইকেই বিয়ে করলেন মহিলা! হিমাচলে আলোচনার কেন্দ্রে ‘জোড়িদার’ প্রথা!
হাট্টি সম্প্রদায়ের শতাব্দী প্রাচীন ‘জোড়িদার’ প্রথা মেনে দুই ভাইকে বিয়ে করলেন সুনীতা চৌহান। সামাজিক উৎসব ও ঐতিহাসিক প্রথা মিলিয়ে আলোচনার কেন্দ্রে এই বহুবিবাহ।
হিমাচল প্রদেশের সিরমৌর জেলার শিল্লাই গ্রামে সম্প্রতি ঘটে গেল এক বিরল বিবাহের ঘটনা, যা দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। ‘হাট্টি’ সম্প্রদায়ের প্রথা মেনে গত ১২ জুলাই এক নারী—সুনীতা চৌহান—বিয়ে করলেন দুই ভাই, প্রদীপ ও কপিল নেগিকে।
তিনদিন ব্যাপী এই বর্ণাঢ্য বিবাহ অনুষ্ঠান ছিল লোকনৃত্য, গান ও আঞ্চলিক উৎসবে পরিপূর্ণ। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে হিমাচলের শতাব্দী প্রাচীন ‘জোড়িদার’ প্রথা ফিরে আসে জনচর্চার কেন্দ্রে।
‘জোড়িদার’ হল বহুবিবাহের একটি রূপ, যেখানে একজন নারী সাধারণত ভাইদের মধ্যে একাধিক পুরুষকে বিবাহ করেন। এই প্রথার মূল উদ্দেশ্য ছিল পৈতৃক সম্পত্তির বিভাজন রোধ এবং যৌথ পরিবারের ঐক্য বজায় রাখা। যদিও বর্তমানে এটি বিরল, হিমাচলের রাজস্ব আইনে হাট্টি সম্প্রদায়ের মধ্যে এটি এখনও স্বীকৃত।
কেন্দ্রীয় হাট্টি সমিতির সাধারণ সম্পাদক কুন্দন সিং শাস্ত্রী জানান, প্রথার শিকড় হাজার হাজার বছর পুরোনো। আজও কিন্নাউর ও উত্তরাখণ্ডের জৌনসার বাবার অঞ্চলে এটির অস্তিত্ব রয়েছে। বিয়ের অংশ হিসেবে ছিল ‘সিঞ্জ’ অনুষ্ঠান এবং স্থানীয় উপভাষায় মন্ত্র পাঠ।
বিশেষজ্ঞদের মতে, সাক্ষরতার প্রসার ও অর্থনৈতিক উন্নতির ফলে এই ঐতিহ্যবাহী প্রথা বিলুপ্তির পথে। তবে সিরমৌরের বাধান্দা গ্রামে এখনও এমন প্রথা অনুসরণ করে বেশ কয়েকটি বিবাহ সম্পন্ন হয়েছে।