টানা বৃষ্টির জেরে হিমাচল প্রদেশে কুলুর আনিতে ভয়ঙ্কর ভূমিধসের জেরে হুমড়মুড়িয়ে ভেঙে পড়েছে বেশ কয়েকটি বহুতল। সেই ঘটনার রোমহর্ষক ভিডিয়ো সামনে এসেছে। পাহাড়ের গায়ে একটি জনবহুল এলাকায় তাসের ঘরের মতো ধসে পড়ছে বহুতল। বৃষ্টির সঙ্গে ধসে নাজেহাল হিমাচল প্রদেশ আর উত্তরাখণ্ড। দুই রাজ্যে বুধবার পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩ জনের। তাঁদের মধ্যে ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে সাত জনের। যদিও স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বহুতলগুলিতে ফাটল দেখা দেওয়ায় তিন আগেই খালি করে দেওয়া হয়েছিল। ফলে মৃত্যুর ঘটনা এড়ানো গিয়েছে।