হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় ভয়াবহ ভূমিধসে একটি যাত্রীবোঝাই বাস চাপা পড়ে অন্তত ১৮ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ভালুঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে, যখন বাসটি হরিয়ানার রোহতক থেকে বিলাসপুরের দিকে যাচ্ছিল। বাসে ছিলেন প্রায় ৩০-৩৫ জন যাত্রী। হঠাৎ পাহাড় ধসে বিশাল পাথর ও মাটি বাসের উপর আছড়ে পড়ে, মুহূর্তে চাপা পড়ে যানটি।
স্থানীয় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে। এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন অনেকে। হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু গভীর শোকপ্রকাশ করে দ্রুত উদ্ধার নির্দেশ দিয়েছেন।
তিনি আরও জানিয়েছেন, “প্রতিনিয়ত স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় শোকপ্রকাশ করে নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ধসের আকার এতটাই ভয়াবহ ছিল যে বাসের যাত্রীদের জীবিত উদ্ধারের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।