বাংলায় ফের দুর্যোগের শঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণে ঢেলে বৃষ্টির আভাস হাওয়া দপ্তরের

লাল সতর্কতা উত্তরের জেলাগুলিতে। শনিবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঝাড়খণ্ডের পশ্চিম অংশ ও দক্ষিণ বিহারের পার্শ্ববর্তী এলাকায় একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। আগামী ১২ ঘণ্টার মধ্যে এর প্রভাবে আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণ— দুই বাংলাতেই ঢেলে বৃষ্টিপাত হবে।

কলকাতা: আবারও সক্রিয় নিম্নচাপ বাংলার আকাশে। শনিবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঝাড়খণ্ডের পশ্চিমাংশ ও দক্ষিণ বিহারের সংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে, যার সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত প্রায় ৫.৮ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত।

আগামী ১২ ঘণ্টার মধ্যে এটি উত্তর–উত্তরপূর্ব দিকে সরে গিয়ে দুর্বল হলেও, তার প্রভাবে আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণ— দুই বাংলাতেই টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি ভারী থেকে অতিমাত্রার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোচবিহার ও দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ ও ঘণ্টায় ৪০–৫০ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভাবনা থাকায় পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে।

দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে বজ্রঝড়সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কলকাতা ও হলদিয়া বন্দরে স্থানীয় সতর্ক সংকেত নম্বর ৩ জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

অক্টোবরের শুরুতেই এমন আবহাওয়াগত অস্থিরতা নাগরিকদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, প্রতিদিন নতুন বুলেটিন প্রকাশ করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

About The Author