Rajganj: লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার মহিলা স্বাস্থ্যকর্মী

একাধিক লোকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে প্রতারণার অভিযোগে রাজগঞ্জের এক মহিলা স্বাস্থ্যকর্মীকে গ্রেপ্তার করল পুলিশ। কারও কাছে থেকে জমির কাগজ নিয়ে, আবার অনেকের কাছে সাহায্যের আবেদন জানিয়ে ভুল বুঝিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে বেপাত্তা হয়ে যেতেন মহিলা। থানায় প্রতারণার অভিযোগ জমা পড়তেই পুলিশ অভিযুক্ত স্বাস্থ্য কর্মী রিতা কর্মকারকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালের তত্বাবধানে সাহুডাঙ্গি এলাকায় স্বাস্থ্যকর্মী (এএনএম) হিসেবে কাজ করতেন। মহিলার নাম রিতা কর্মকার(৫৫)। বুধবার রাজগঞ্জের ভুটকির হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যেই তার বিরুদ্ধে প্রায় ৮ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ জমা পড়েছে রাজগঞ্জ থানায়। তদন্তে নেমে মহিলাকে গ্রেপ্তার করা হয়। সাত দিনের রিমান্ডে চেয়ে জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে মহিলাকে।

অভিযোগকারী গীতা রানি রায় জানান, তাঁর জমির কাগজ নিয়ে লোণ করিয়ে দেবার নাম করে অভিযুক্ত মহিলা ৩ লক্ষ টাকা ভুল বুঝিয়ে আত্মসাত করে। এদিকে কিস্তি না মেটানোয় ফাঁপরে পড়েন গীতা রানি। বাধ্য হয়ে থানায় অভিযোগ জানান তিনি। এদিকে মনিরুল ইসলাম নামের এক ব্যক্তির অভিযোগ, তাঁর থেকে ২০১৬ সালে সাহায্যের আবেদন জানিয়ে ৫ লক্ষ টাকা ধার হিসেবে নিয়ে আর ফেরত দেয়নি। এভাবেই বেশ কয়েকজনকে ভুল বুঝিয়ে টাকা নিয়েছে অভিযুক্ত। রাজগঞ্জ থানায় অভিযোগ জমা পড়তেই তদন্তে নেমে মহিলাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

About The Author