নয়াদিল্লি: লোকসভায় ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিতর্কের মাঝে রাজস্থানের সাংসদ হনুমান বেনিওয়াল এমন এক মন্তব্য করলেন, যা মুহূর্তেই ভাইরাল। তিনি বলেন—
“ভারত পাকিস্তানের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছে, এখন শুধু বিদায়ি বাকি। পাকিস্তান তো এক হিসেবে ভারতের স্ত্রী হল!”
এই মন্তব্যে সংসদে হাসির রোল পড়ে যায়। রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির প্রধান ও নাগৌর কেন্দ্রের সাংসদ বেনিওয়াল এই মন্তব্য করেন সোমবার রাতে, যখন ‘অপারেশন সিঁদুর’ নিয়ে তীব্র আলোচনা চলছিল। তিনি বলেন, অপারেশনের নাম শুনেই মনে হয়েছে যেন ভারত পাকিস্তানের সিঁথিতে সিঁদুর পরিয়েছে, যা হিন্দু রীতিতে বিবাহের প্রতীক। তাই পাকিস্তান এখন ভারতের স্ত্রী, শুধু বিদায়ি বাকি— “বাড়ি নিয়ে আসুন”।
এই রসিকতা সংসদের উত্তপ্ত পরিবেশে এক মুহূর্তের জন্য হালকা হাসির ছোঁয়া এনে দেয়। পাশেই বসে থাকা আজাদ সমাজ পার্টির প্রধান চন্দ্রশেখর আজাদ হাসতে হাসতে থামতে পারছিলেন না।
বেনিওয়াল আরও বলেন, “আপনারা আমাকে সকাল ১০:৩০-এ কথা বলতে বলছেন, কোনও কাগজে ছাপা হবে না। আমাকে সোশ্যাল মিডিয়ার উপরেই ভরসা রাখতে হবে।”