গুজরাত: রোপওয়ে ছিঁড়ে পড়ে মৃত্যু ৬ জনের! পঞ্চমহল জেলার পাভাগড় পাহাড়ে শনিবার দুপুরে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। নির্মাণ সামগ্রী বহনকারী একটি মালবোঝাইকারী রোপওয়ে আচমকাই ছিঁড়ে পড়ে যায় পাহাড়ের ঢালে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাড়ে তিনটের সময় হঠাৎ একটি বিকট শব্দ শোনা যায়। শব্দের উৎস খুঁজতে গিয়ে দেখা যায়, দড়ি ছিঁড়ে মাটিতে পড়ে রয়েছে রোপওয়েটি।
এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ছয়জন। তাঁদের মধ্যে তিনজন স্থানীয়, যাঁদের মধ্যে দু’জন মন্দিরের কর্মী—একজন নিরাপত্তারক্ষী, অন্যজন খাবার পরিবেশন করতেন। বাকি তিনজনের মধ্যে একজন রাজস্থানের, এবং দু’জন জম্মু-কাশ্মীরের বাসিন্দা।
পাহাড়ের কোলেই রয়েছে পাভাগড়ের কালী মন্দির, যেখানে প্রতিদিন হাজার হাজার পুণ্যার্থী আসেন। দুর্ঘটনার সময় যাত্রী রোপওয়ে বন্ধ ছিল আবহাওয়ার কারণে, কিন্তু মালবাহী রোপওয়ে চালু ছিল। এই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে। পুলিশ জানিয়েছে, রোপওয়েটি ছিঁড়ে পড়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে। আবহাওয়া না প্রযুক্তিগত ত্রুটি—উত্তর এখনও অধরা। কতটা মাল চাপানো হয়েছিল, সেটাও তদন্তের আওতায়।

