মোদীময় গুজরাত! ২৭ বছর ধরে ক্ষমতা বজায় রেখে বিজেপির রেকর্ড জয়

গুজরাতে রেকর্ড জয় বিজেপির। বিগত ২৭ বছর ধরে বিজেপি সরকারে রয়েছে গুজরাতে। এই নির্বাচনে জয়ের ফলে গুজরাটে ৩২ বছর ধরে ক্ষমতায় থাকা নিশ্চিত করেছে বিজেপি।

বৃহস্পতিবার কমিশনের ফলাফল অনুযায়ী গুজরাতে ১৮২ আসনের মধ্যে ১৫৬ আসন নিজেদের দখলে নিয়েছে বিজেপি। অন্যদিকে মাত্র ২৭টি আসনে ক্ষমতা ধরে রেখে গুজরাতে দ্বিতীয় কংগ্রেস। আম আদমি পার্টি খাতা খুলেছে মোদীর রাজ্যে। কেজরিওয়ালের দল পেয়েছে ৫টি আসন। অন্যান্য ৪টি। এবারের নির্বাচনে বিজেপি-র প্রাপ্ত ভোট ৫৫ শতাংশ। কংগ্রেসের ভোট কমে গিয়ে হল ২৭ শতাংশ। আপ পেয়েছে ১৩.৩ শতাংশ ভোট। 

বিকেলের দিকে বিজেপির জয় নিশ্চিত হতেই গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথা বলেন গুজরাতের বিজেপি প্রধান সিআর পাতিলের সঙ্গেও। দু’জনকেই এই জয়ের জন্য অভিনন্দন জানিয়েছিলেন মোদী। 

গুজরাটের জয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে লেখেন, ‘ধন্যবাদ গুজরাত। আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি। জনগণ উন্নয়নের রাজনীতিকে আশীর্বাদ করেছে। এই উন্নয়নকে আরও গতিশীল করতে চায় আম জনতা। আমি গুজরাতের জনশক্তিকে প্রণাম জানাই।’

২৭ বছর ধরে ক্ষমতায় থাকা বিজেপি আবারও ফিরল। আসছে ৫ বছর ক্ষমতায় থাকলেই ৩২ বছরের রাজত্ব নিশ্চিত করবে গেরুয়া শিবির। প্রসঙ্গত, ভারতে একটানা ৩৪ বছর সরকার চালানোর রেকর্ড রয়েছে বামেদের, তাও আবার পশ্চিমবঙ্গে। ২০২৭ সালের বিধানসভা নির্বাচনেও যদি বিজেপি জেতে তাহলে বাংলার রেকর্ড ভেঙে দিতে পারবে গুজরাত।

আগামী ১২ ডিসেম্বর শপথগ্রহণ করবেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। গান্ধীনগরের সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদী। 

About The Author