গুজরাতে একটি নির্মীয়মাণ সেতুর বিরাট অংশ ভেঙ্গে পড়ল। সোমবার গুজরাটের পালানপুরে একটি নির্মীয়মাণ সেতুর একটি অংশ ভেঙে পড়ে একজনের মৃত্যু হয়েছে।
কংগ্রেস নেতা অমিত ছাবরা দাবি করেছেন, ধ্বংসস্তূপের নিচে এক অটোরিকশা চালক সহ তিনজনের আটকে পড়েছে। বানাসকাঁথা-পালনপুরের কালেক্টর বরুণ বারানভাল সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, ‘সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণে সেতুর গার্ডারগুলি ভেঙ্গে পড়ে গেছে৷ গান্ধীনগর থেকে একটি দল এই বিষয়ে একটি প্রযুক্তিগত গবেষণা করতে পালানপুরে যাচ্ছে৷ একটি মৃতদেহ৷ ধ্বংসাবশেষের নিচ থেকে উদ্ধার করা হয়েছে।