স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানালেন, আসন্ন দীপাবলিতে সাধারণ মানুষের জন্য বড় উপহার দিতে চলেছে সরকার। তাঁর কথায়, “এবার দীপাবলির আগে এমন জিনিস করব, জিনিসের দাম কমে যাবে হুহু করে।”
লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানালেন, দীপাবলির আগে সাধারণ মানুষের জন্য বড় উপহার আনতে চলেছে সরকার। জিএসটি ফর্ম ও হার সংক্রান্ত পরিবর্তনের ফলে ব্যবসায়ীদের কাজ সহজ হবে এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমবে।
জিএসটি ফর্মে পরিবর্তন: দীপাবলির সময়েই চালু হবে পরবর্তী প্রজন্মের জিএসটি ফর্ম। এতে ব্যবসায়ীদের রিটার্ন দাখিল ও রিফান্ড পাওয়ার প্রক্রিয়া হবে আরও সহজ।
কর হ্রাস ও মূল্যছাড়: জিএসটি হার কমানোর পরিকল্পনা রয়েছে, যার ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে কমবে। উপকৃত হবেন সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।
আইনি সরলীকরণ: প্রধানমন্ত্রী জানান, আয়কর বিলে ২৮০টিরও বেশি ধারা বাদ দেওয়া হয়েছে এবং ৪০ হাজারের বেশি অপ্রয়োজনীয় সম্মতি বাতিল করা হয়েছে।
টাস্ক ফোর্স গঠন: পরবর্তী প্রজন্মের সংস্কারের জন্য একটি বিশেষ টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য রিটার্ন ও রিফান্ড প্রক্রিয়া আরও সহজ করবে।