মালদা: রাতেই বিয়ের কথা ছিল, বাড়িতে আত্মীয়-স্বজনরা সব প্রস্তুতি সারছেন। সেই আনন্দের মুহূর্তে চলে এল দুঃসংবাদ। বিয়ের রাতেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল পাত্রের।
মালদার চাঁচল থানার শিমুলতলা গ্রামের ঘটনা। শুক্রবার রাতে ওই যুবকের বিয়ে হত। বিয়ে করতে যাওয়ার দুই ঘন্টা আগেই সব শেষ।
কিছু একটা কিনতে নিজেই বাইক চালিয়ে রাস্তায় বেরিয়েছিলেন হবু জামাই। কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস! জিনিস কিনে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু যুবকের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম জাহিদুল ইসলাম। বয়স মাত্র ২৩ বছর। জানা গিয়েছে, বিয়ের আগে বাড়ি থেকে জিনিস কেনার উদ্দেশ্যে বেরিয়েছিল জাহিদুল।
মালতিপুর ক্লাবের পাশে সামনে দিক থেকে আসা একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে ওই যুবক। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পরিবারের অভিযোগ, ওই রাস্তায় মাঝে মধ্যেই অঘটন ঘটে। স্থানীয়দের অনেকেই রাস্তার পাশে বালি পাথর ফেলে রাখেন। ফলে যান চলাচলের পথ সরু হয়ে যায়। প্রশাসনের দৃষ্টি নেই।
হবু পাত্রের মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার প্রতিবেশী থেকে শুরু করে সকলেই। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠায় পুলিশ।