কানাডার মাটিতে ভারতীয়দের সতর্ক থাকতে বলল নয়াদিল্লি

‘কানাডার ভারতীয় নাগরিকেরা সাবধানে থাকুন! সেখানে ভারত বিরোধী রাজনৈতিক প্ররোচনামূলক ঘৃণার জেরে হিংসার শিকার হতে পারেন।’ দুই দেশের কূটনৈতিক উত্তেজনার আবহে কানাডায় বসবাসকারী ভারতীয় নাগরিক এবং পড়ুয়াদের উদ্দেশে বিশেষ সতর্কবার্তা জারি করল ভারত সরকার।

কানাডায় এক খালিস্তানি নেতার মৃত্যুতে ভারতের মদত রয়েছে বলে দাবি করেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো। তারপর থেকেই সরাসরি দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। প্রধানমন্ত্রী ট্রুডোর এমন মন্তব্যের প্রতিবাদে ভারতে থাকা কানাডার দূতকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। বর্তমানে দুই দেশের রাজনৈতিক সম্বন্ধ সম্মুখ সমরে অবস্থান করছে।

এবারের জি২০ সম্মেলনে নয়াদিল্লিতে ট্রুডোর আগমনের পর থেকেই দুই দেশের মধ্যে একটি নেতিবাচক ছবি ধরা পড়ে। দেশে ফেরার পরই বানিজ্যিক সম্পর্ক আটকে দিয়েছিলেন ট্রুডো। এবারে সেদেশের সংসদে দাঁড়িয়ে ট্রুডো বলে বসলেন, এক কানাডার নাগরিককে হত্যার ব্যাপারে ভারতের হাত রয়েছে। কানাডার তদন্তকারী সংস্থাগুলি এ বিষয়ে তদন্ত করে এমন যোগসুত্র পেয়েছে। ট্রুডো আরও বলেন, বিষয়টি নিয়ে জি২০ শীর্ষ সম্মেলন চলাকালীন তাঁর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও কথা হয়েছে। তবে তাতে আমল দেননি মোদী। তারপরই গরমে ওঠে পরিস্থিতি।

এমন অবস্থায় এবারে ভারত সরকারের তরফ থেকে কানাডার ভারতীয়দের উদ্দেশে সতর্কবার্তা জারি করা হল। কানাডার মাটিতে ভারতীয় নাগরিকেরা ভারত বিরোধী তৎপরতা এবং রাজনৈতিক প্ররোচনামূলক ঘৃণার জেরে হিংসার শিকার হতে পারেন, এমনটা লিখে জানিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী।