কানাডার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করল ভারত সরকার

কানাডার মাটিতে খলিস্তানি নেতা হরদীপ সিংহ নিজ্জরকে খুনের ঘটনায় ভারতকে দোষারোপ করেছে সেদেশের প্রধানমন্ত্রী ট্রুডো। যার জেরে দ্বিপাক্ষিক কূটনীতিতে উত্তেজনার পারদ চড়েছে। বুধবার কানাডাবাসী ভারতীয়দের উদ্দেশে সতর্কবার্তা জারি করেছিল বিদেশ মন্ত্রক। বৃহস্পতিবার কানাডার নাগরিকদের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিদেশ মন্ত্রক।

বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়া পর্যন্ত কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত রাখা হবে। কূটনৈতিক মহলের একাংশের মতে, টানাপড়েনের আবহে নরেন্দ্র মোদী সরকারের এই সিদ্ধান্ত দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জটিল করে তুলতে পারে।

কানাডার মাটিতে সে দেশের খলিস্তানি নেতা হরদীপ সিংহ নিজ্জরকে খুনের ঘটনায় ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর ‘ভূমিকা’ রয়েছে বলে সোমবার অভিযোগ করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ঘটনাচক্রে, ট্রুডোর ওই বিবৃতির পরেই কানাডার এক ভারতীয় এক কূটনীতিককে বহিষ্কার করা হয়। ট্রুডো সরকারের বিদেশমন্ত্রী মেলানি জোলি অভিযোগ করেন, ওই ভারতীয় কূটনীতিক আদতে ‘র’-এর আধিকারিক।

About The Author