কলকাতা: রাজভবনে অস্ত্রশস্ত্র মজুত রয়েছে বলে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে মানহানির মামলা করতে চলেছেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস।
সোমবার রাজভবনে তল্লাশি চালিয়ে কোনও অস্ত্র বা আপত্তিকর বস্তু পাওয়া যায়নি বলে রাজ্যপাল নিজেই জানান। এরপরই তিনি নিঃশর্ত ক্ষমাপ্রার্থনার দাবি করেন।
তৃণমূল সাংসদের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার সম্ভাবনা নেই বুঝেই রাজ্যপাল আইনজীবীদের নির্দেশ দিয়েছেন মামলা প্রস্তুত করতে।
জানা গিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩-এর একাধিক ধারায় মামলা দায়ের করা হবে। এর মধ্যে রয়েছে দেশের ঐক্য ও সংহতির প্রতি আঘাত, মানুষকে ভুল বোঝানো ও হিংসা ছড়ানো, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা, সাধারণ মানুষকে ভয় দেখানো এবং রাজ্যপালের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ। মোট আটটি ধারায় মামলা হতে পারে।
কল্যাণ বন্দ্যোপাধ্যায় অবশ্য প্রতিক্রিয়ায় জানিয়েছেন, রাজ্যপাল যা ইচ্ছা করতে পারেন, তবে মামলা করলে যেন নিজে করেন, অন্য কাউকে দিয়ে নয়। রাজভবন সূত্রে খবর, চলতি সপ্তাহেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হতে পারে।
রাজভবনেই তল্লাশিতে মেলেনি অস্ত্র! এবার কল্যাণের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাংসদের বিরুদ্ধে মামলা করবে রাজভবন।

