নতুন ঘর তৈরির মাটি খুড়তেই একি কাণ্ড! কিলবিল করে বেরল গোখরোর ১৬টি ছানা

জলপাইগুড়ি: নতুন ঘর তৈরির কাজ চলছিল, ভিটের মাটি সমান করার সময় অপ্রত্যাশিত ঘটনা। হঠাৎই নির্মাণ শ্রমিকেরা দেখেন, অনেকগুলি গোখরো সাপের ছানা কিলবিল করছে মাটিতে।

আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির মালিক হরে কৃষ্ণ শর্মা। সঙ্গে সঙ্গে সাপ উদ্ধারে ফোন করেন জলপাইগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে। শেষ অবধি উদ্ধার হল ১৬টি গোখরো সাপের ছানা। জলপাইগুড়ি সদর ব্লকের চড়কডাঙ্গি তেলী পাড়ার ঘটনা।

সংস্থার সম্পাদক অংকুর দাস এবং সদস্য অনির্বাণ চক্রবর্তী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৬টি গোখরো ছানা নিরাপদে উদ্ধার করেন এবং বনাঞ্চলের একটি নিরাপদ স্থানে তাদের ছেড়ে দেন। ঘটনাটি এলাকায় বেশ আলোড়ন তোলে, তবে সংস্থার দ্রুত পদক্ষেপে আতঙ্ক প্রশমিত হয়।

হরে কৃষ্ণ শর্মা বলেন, “ঘরের নিচে এমন ভয়ঙ্কর সাপের ছানাগুলি দেখে সবাই শিউরে উঠেছিল। উদ্ধার হওয়ার পর এখন হাঁফ ছেড়ে বেঁচেছি।”

অংকুর দাস জানিয়েছেন, পুরোনো একটি ঘর ভেঙে সেখানে নতুন ঘর নির্মাণ হচ্ছিল। সেই পুরোনো ভিত্তিতেই ডিম পেড়ে রেখেছিল মা গোখরো। তিনি আরও বলেন, “বাচ্চাগুলোকে সুরক্ষিত পরিবেশে ছেড়ে দিতে পেরে আমাদের মন ভালো হয়ে গেল। এটাই আমাদের দায়িত্ব।”

স্থানীয়রাও ‘গ্রীন জলপাইগুড়ি’র এই উদ্যোগ প্রশংসনীয়। সাপের মতো ভয়ঙ্কর অথচ পরিবেশের ভারসাম্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয় প্রাণীর প্রতি এমন যত্নশীল মনোভাব জাগায় সচেতনতার বার্তা।

About The Author