রাজগঞ্জ: পাশের বাড়ির যুবকের বিরুদ্ধে কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগ বাবার। সেই অভিযোগ নিয়ে থানায় দৌড়াদৌড়ি করছেন; তারপরও কোনও হদিস মিলছে না মেয়ের। যার বিরুদ্ধে মেয়েকে অপহরণের অভিযোগ, তাঁর বাড়ির সবাই পলাতক বলে দাবি। রাজগঞ্জের সুখানি অঞ্চলের ভোলাপাড়ার ঘটনায় রীতিমত চাঞ্চল্য।
মেয়ের বাবা মোবারক হোসেন জানালেন, তাঁর মেয়ে রাজগঞ্জ কলেজে পড়ে। ঘটনার দিন সকালে কলেজে গিয়েছিল। দুপুরে ফোন করে তাকে অপহরণ করা হয়েছে বলে দাবি। তারপর থেকে আরও কোনও খোঁজ নেই। পাশের বাড়ির এক যুবক তাঁর মেয়েকে অপহরণ করেছে বলে মোবারক হোসেনের অভিযোগ। সেই নিয়ে থানায় লিখিত অভিযোগও করেছেন। তবে এখনও কোনও কাজ হয়নি। এলাকায় প্রেমঘটিত ব্যাপার নিয়ে গুজব ছড়েছে, যদিও এই ব্যাপারে মেয়ের বাবা হিসেবে কিছু জানেন না বলে দাবি করলেন মোবারক হোসেন। মোবারক হোসেনের স্ত্রী বলেন, কলেজে বেরিয়ে আর ঘরে ফেরেনি মেয়ে। প্রায় মাসখানেক ধরে কোনও খোঁজ নেই। ওরা মেয়েকে মের ফেলল না বেঁচে আছে, কিছু বুঝতে পারছি না। অভিযুক্তরা পলাতক। পুলিশও কিছু করছে না। মেয়ের পরিবার কার্যত দিশেহারা। এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত জানান, পরিবারটির পাশে রয়েছেন। সবরকম ভাবে সহযোগিতার চেষ্টা করবেন। পুজোর মধ্যে মেয়ের জন্য কাঁদছেন বাড়ির লোকেরা।