Dev: ‘আমি আমার দায়িত্ব জানি’, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মুখ খুললেন সাংসদ দেব

ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন নিয়ে বিরোধীদের সমালোচনার মুখে তৃণমূল সাংসদ দেব বললেন, “আমি ঘাটালের প্রথম সাংসদ নই, আমার দায়িত্ব জানি।”

কলকাতা: প্রতিবছরের মতো এবারও ঘাটাল জলে ডুবে আছে। স্বাভাবিক ভাবেই ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ বাস্তবায়নের কি হল? সেই নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন জনগণ। প্ল্যান নিয়ে বিলম্ব নিয়ে বিরোধীদের সমালোচনার মুখে পড়েছেন তৃণমূল সাংসদ দেব। তিনি সাফ জানালেন, “আমি তো ঘাটালের প্রথম সাংসদ নই। এর আগেও অনেক বড় নেতা ছিলেন। যদি এটা এত সহজ হত, কবেই হয়ে যেত।”

বিজেপি নেতা দিলীপ ঘোষ সরাসরি প্রশ্ন তোলেন, “দম থাকলে রিজাইন করুন।” দেবের পাল্টা বক্তব্য, “আমি কোনও পলিটিশিয়ান নই, কিন্তু কাজ করেছি। সমালোচনা হোক, সেটা স্বাভাবিক। কিন্তু কাদা ছোড়াছুড়িতে আমি নেই। আমি আমার দায়িত্ব জানি।”

তিনি জানান, ভোটদাতারাই জানেন তাঁর কাজের মূল্য। যদিও বিরোধী প্রশ্ন রয়ে গিয়েছে—কবে হবে ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ বাস্তব?

প্রসঙ্গত, ঘাটাল মাস্টার প্ল্যান পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও আশেপাশের বন্যাপ্রবণ এলাকাকে জলজট থেকে মুক্ত করার জন্য ২০১০ সালে প্রস্তাবিত একটি বৃহৎ প্রকল্প। এতে খাল, নদী ও ড্রেনেজ ব্যবস্থার উন্নতির মাধ্যমে বার্ষিক বন্যার সমস্যা সমাধানের লক্ষ্য ছিল। কেন্দ্রীয় অনুমোদনের অভাবে এখনও বাস্তবায়ন আটকে আছে, তবে রাজ্য ও স্থানীয় স্তরে চাপ বজায় রয়েছে।

About The Author