কলকাতা: ঘাটাল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান তৃণমূল কাউন্সিলর বিভাসচন্দ্র ঘোষকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সই’ করা ভুয়ো চিঠি দেখিয়ে তোলাবাজি করছিলেন।
‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’-এর প্যাডে লেখা ওই চিঠিতে বিভাসকে একটি পদে বসানোর কথা উল্লেখ ছিল। সমাজমাধ্যমে চিঠিটি ছড়িয়ে পড়ে, যা দেখে অনেকেই বিভ্রান্ত হন। অভিযোগ, বিভাসচন্দ্র এই চিঠি দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লক্ষাধিক টাকা তুলেছেন।
ঘাটাল থানায় একাধিক অভিযোগ জমা পড়ার পর পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে এবং মঙ্গলবার গ্রেফতার করে। বুধবার তাঁকে আদালতে পেশ করা হবে।
তৃণমূলের জেলা নেতৃত্ব এই ঘটনায় অস্বস্তিতে। ঘাটাল জেলা সংগঠনের সভাপতি অজিত মাইতি বলেন, “উনি হয়তো কোনও খারাপ চক্রে পড়েছেন। দলের সর্বোচ্চ নেতৃত্বের চিঠি জালিয়াতি করলে প্রশাসন ব্যবস্থা নেবে।”
এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তদন্তে নেমেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।