সোশ্যাল মিডিয়া বন্ধে নেপালের রাস্তায় Gen-Z’র প্রতিবাদের ঝড়!

নেপালের রাজধানী কাঠমান্ডুতে হাজার হাজার তরুণ-তরুণী রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছেন। সরকারের তরফে ফেসবুক, ইউটিউব, এক্স-সহ ২৬টি অনিবন্ধিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে এই আন্দোলন শুরু হয়।

জেন-জেড প্রজন্মের এই প্রতিবাদ শুধু সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে নয়, বরং দীর্ঘদিন ধরে চলে আসা প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধেও। জাতীয় পতাকা হাতে, জাতীয় সংগীত গেয়ে শুরু হয় এই বিক্ষোভ।

ছাত্র যুবনেতা ইউজন রাজভান্ডারি বলেন, “আমরা শুধু সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ নই, বরং দুর্নীতির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ।” অন্য এক ছাত্রা ইক্ষামা তুমরোক জানান, “সরকারের কর্তৃত্ববাদী মনোভাবের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। এই প্রজন্মেই পরিবর্তন আনতে হবে।”

সরকার জানিয়েছে, তারা মতপ্রকাশের স্বাধীনতাকে সম্মান করে এবং তার সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তবে অতীতে টেলিগ্রাম ও টিকটকের মতো অ্যাপেও নিষেধাজ্ঞা জারি হয়েছিল।

About The Author