পাকা রাস্তার কাজের শুভারম্ভ করলেন মন্ত্রী গৌতম দেব

রাজগঞ্জ, ২৭ মে: পাকা রাস্তা তৈরির শুভারম্ভ করলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। বুধবার জলপাইগুড়ি জেলার ফুলবাড়িতে বাংলার গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পে একটি প্রায় আড়াই কিলোমিটার পাকা রাস্তা তৈরির শুভারম্ভ করলেন তিনি। শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের আমাইদিঘী চেকপোস্ট থেকে কাঞ্চনবাড়ি মেইন ক্যানেল রোড পর্যন্ত এই রাস্তা। জলপাইগুড়ি জেলা পরিষদের তত্ত্বাবধানে ২ কোটি ৬২ লক্ষ টাকা ব্যয়ে রাস্তাটি তৈরি করা হচ্ছে। গৌতম দেব বলেন, করোনা আবহের মধ্যেই আমরা এই রাস্তার কাজ করছি। স্থানীয় শ্রমিকরা কাজ করবেন। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করতে বলেছি। বরাত পাওয়া এজেন্সিকে ছয় মাসের মধ্যে কাজ সম্পন্ন করতে বলা হয়েছে।