ঘুমে ডুবে গেটম্যান, লেভেল ক্রসিংয়ে থমকে গেল ট্রেন! জলপাইগুড়িতে চাঞ্চল্যকর ঘটনা

জলপাইগুড়ি: মদ্যপ অবস্থায় সুইচ রুমে নাক ডেকে ঘুমোচ্ছেন কর্তব্যরত গেটম্যান! এদিকে লেভেল ক্রসিং খোলা দেখে থমকে গেল ট্রেন। সিগন্যাল লাল, রাস্তায় গেট খোলা দেখে টানা দশ মিনিট ধরে হর্ন বাজিয়ে যাচ্ছেন, কিন্তু গেট ম্যান তখনও ঘুমের নেশায় ডুবে।

শেষমেশ, অপর এক সহকর্মীর দৌলতে ঘুম ভাঙে সাহেবের, বন্ধ হয় গেট। চালক তখন ট্রেন এগিয়ে এনে দাঁড় করান একেবারে সুইচ রুমের সামনে। আর তারপর গেটম্যানের সঙ্গে রীতিমতো বাকযুদ্ধে জড়িয়ে পড়েন চালক ও গার্ড। চলে গালাগালি। ময়নাগুড়ি রোড বাজার লেভেল ক্রসিং-এ ঘটল অভাবনীয় কাণ্ড।

জানা গিয়েছে, ঘটনাস্থলে আটকে পড়া ট্রেনটি ছিল ডিব্রুগড় থেকে কন্যাকুমারীগামী ডাউন বিবেক এক্সপ্রেস। এই ঘটনা জানাজানি হতেই রেলের উচ্চপদস্থ কর্তারা ময়নাগুড়ি রোড স্টেশনে পৌঁছান। আলিপুরদুয়ার ডিভিশনের রেলওয়ে ম্যানেজার অমরজিৎ গৌতম জানান, “গেটম্যানের গাফিলতি সামনে এসেছে। তাঁর মেডিক্যাল চেকআপ করা হয়েছে এবং তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।”

বরখাস্ত হওয়া গেটম্যানের নাম হিরেন্দ্রনাথ রায়। তিনি সেনাবাহিনীর প্রাক্তন কর্মী। গত তিন মাস ধরে তিনি চুক্তিভিত্তিক গেটম্যানের কাজ করছিলেন। রেল সূত্রে খবর, গেট বন্ধ না থাকলেও সিগন্যাল স্বয়ংক্রিয়ভাবে লাল হয়ে যাওয়ায় ট্রেন আগে থেকেই থেমে যায়। বিবেক এক্সপ্রেস প্রায় দশ মিনিট সেখানে দাঁড়িয়ে ছিল।

স্থানীয় বাসিন্দা দেবদুলাল বৈদ্য বলেন, “রাস্তা দিয়ে গাড়ি চলছিল। হঠাৎ ট্রেনের টানা হর্ন শোনা যায়। গিয়ে দেখি, ট্রেন থেমে আছে আর মানুষজন নির্বিঘ্নে রেললাইন পার হচ্ছে।”

About The Author