জোড়া মৃদু ভূমিকম্পে কেপে উঠল উত্তরবঙ্গ। রবিবার রাতে প্রথমে ৯টা ৫০ মিনিটে এবং দ্বিতীয়টি ১১টা ১৪মিনিটে অনুভূত হয়।
ন্যশেনাল সিসমোলজি সেন্টার সূত্রে জানা গিয়েছে, প্রথমটির উৎসস্থল গ্যাংটক থেকে ২২ কিমি দূরে এবং দ্বিতীয়টি কোচবিহার থেকে ২০ কিমি দূরে উৎসস্থল।
রবিবার রাতে ৯টা ৫০মিনিটে প্রথম ভুমিকম্পে মৃদু কেঁপে ওঠে উত্তরবঙ্গ। এর উৎপত্তি স্থল সিকিমে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪.৫। এই কম্পন শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে টের পাওয়া গিয়েছে।
দ্বিতীয় কম্পন রাত ১১টা ১৪মিনিটে অনুভূত হয়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ২.৯। জলপাইগুড়িতেও কম্পন অনুভূত হয়েছে। কম্পনের ফলে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা এখনও জানা যায়নি।