গেমে আসক্ত যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

মোবাইল গেমের নেশায় আসক্ত হয়ে ১৯ বছরের এক যুবকের মৃত্যু। রাজগঞ্জের ফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের বাদলাগছে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম আব্দুল সাত্তার। ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই যুবক প্রায় সারাদিন অনলাইন গেমে ব্যস্ত থাকত। পরিবারের নিষেধ শুনতো না। ঘরের দরজা বন্ধ করে নাওয়া-খাওয়া ভুলে ওই অনলাইন গেম নিয়ে পড়ে থাকত সে। প্রতিদিনের মতো সোমবার বিকেলে বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ করে মোবাইলে খেলতে শুরু করে আব্দুল। রাতে ভাত খাওয়ার জন্য ডাকাডাকি করলেও তার সাড়া মেলে না। পরে দরজার ফাঁক দিয়ে দেখেন, আব্দুলের দেহ ঝুলছে।

স্থানীয় পঞ্চায়েত সদস্য আব্দুল খালেক জানান, ওই যুবক প্রতিদিন মোবাইলে খেলত। অবশেষে আত্মহত্যা করবে ভাবা যায় না। এলাকার আরও কিছু যুবক ওই গেমের নেশায় আসক্ত হয়ে পড়েছে বলে জানা গিয়েছে। তাই গেমের বিষয়ে সরকারের হস্তক্ষেপের দাবি উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

About The Author