গজলডোবায় যুগলের ভিড়! অঘোষিত ‘প্রেম দিবসে’ গোলাপের রমরমা বিক্রি

জলপাইগুড়ি: সরস্বতী পুজো মানেই বাঙালির কাছে অঘোষিত ‘প্রেমদিবস’ বা ভ্যালেন্টাইন্স ডে’। তাই এদিন বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলি প্রেমিক-প্রেমিকাদের ভিড়ে রঙিন হয়ে ওঠে। প্রিয় মানুষটিকে প্রেম নিবেদন বা উদযাপনে সঙ্গি হয় গোলাপ।

সোমবার জলপাইগুড়ির গজলডোবাতেও পর্যটকদের ভীড় উপচে পড়েছিল। সিডনির হারবার ব্রিজের আদলে তৈরি সেতুতে জনতার ঢল। সেখানেও যুগলের ভিড়। ভালোবাসার উদযাপন। সেইসঙ্গে ভালোবাসার প্রতীক চিহ্ন ‘গোলাপ ফুলের রমরমা বিক্রি। এদিন পিস প্রতি ৫০ টাকা হিসেবে ভালোই বিক্রি হল গোলাপ। লাভের মুখ দেখলেন স্থানীয় এক ব্যবসায়ী। তার কথায়, ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হলেও বাঙ্গালীদের জন্য সরস্বতী পুজোর দিনেই যথেষ্ট। অনেকেই তার থেকে গোলাপ ফুল কিনলেন। সামনেই প্রেমিকাকে দিলেন উপহার হিসেবে।

About The Author