হেলমেট নেই, বাইকের পেছনে সঙ্গিনী! জরিমানা পুলিশের

জলপাইগুড়ি: ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস তার ওপর বসন্ত পঞ্চমী। বাইকের পেছনে সঙ্গিনীকে বসিয়ে হেলমেট ছাড়াই ঘুরতে বেরিয়ে বিপত্তি। মাথায় হেলমেট নেই অথচ পেছনে দু’জনকে বসিয়ে গাড়ি ছোটাচ্ছে এমন বাইক দেখলেই পথ আটকাল সাদা পোশাকের পুলিশ। এদিকে, রাস্তায় পুলিশ দেখে অনেকেই আবার পেছনের সঙ্গিনীকে কিছুটা হাঁটিয়ে বৈতরণী পার হওয়ার চেষ্টা করেছেন। কেউ কেউ বাইক ঘুরিয়ে অন্যপথে রওনা হলেন।

বৃহস্পতিবার বিকেলে ফুলবাড়ি গজলডোবা ক্যারাল রোড ধরে ঘুরতে বেরিয়ে পুলিশের মুখে পড়তে হলে বাইক চালকদের। অনেকেই হয়ত মনে করেন ছুটির দিনে পুলিশ হয়ত কিছু বলে না; তবে এই ধারণা যে ঠিক নয় তা প্রমাণিত হল এদিন। পুলিশের কথায়, উৎসব আনন্দ ঘোরাঘুরি, যাইহোক; আগে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করতে হবে। লাখ লাখ টাকার গাড়ি কিনে মাথায় একটা হেলমেট রাখতে পারছেন না?

বৃহস্পতিবার গজলডোবা যাওয়ার পথে হেলমেট ছাড়া চালকদের পথ আটকানো হল। কয়েকজনের জরিমানাও হয়েছে। পুলিশ জানিয়েছে, বিশেষ দিনগুলিতে ওই রাস্তায় একাধিক দুর্ঘটনা ঘটে। তা কমাতেই সতর্ক করা হচ্ছে চালকদের।

About The Author