খুলে গেল গজলডোবার ঝুলন্ত সেতু, উদ্বোধন করলেন মমতা

জলপাইগুড়ি: সবার জন্য খুলে হল গজলডোবার ঝুলন্ত সেতু। সোমবার জলপাইগুড়ির সভা থেকে নবনির্মিত সেতুটির ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজগঞ্জ ব্লকের গজলডোবায় তিস্তা নদীর কোলে ‘‌ভোরের আলো’ মেগা পর্যটন কেন্দ্র আরও আকর্ষণীয় করে তুলতে সিডনির হারবার ব্রিজের আদলে এই ঝুলন্ত সেতু তৈরি করেছে রাজ্য সরকার। প্রায় ১০৯ কোটি টাকা খরচ করে এই ব্রিজ তৈরি করা হয়েছে। সোমবার এই সেতুর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

সেতুর উদ্বোধন হতেই প্রচুর মানুষ ভিড় জমান। নতুন সেতুর ওপর দাঁড়িয়ে ছবি তুলছেন মানুষ। উদ্বোধনের মুহূর্তে সেখানে হাজির ছিলেন চিফ ইঞ্জিনিয়ার অজিত কুমার সাহা। তিনি জানান, চার বছর ধরে প্রায় ১০৯ কোটি টাকা ব্যয়ে এই সেতুটি তৈরি করা হয়েছে। আজ থেকে সর্ব সাধারণের জন্য খুলে দেওয়া হল সেতুটি। ইতিমধ্যেই এই সেতুকে ঘিরে পর্যটকদের আগ্রহ তৈরি হয়েছে।