দিল্লিতে শেষ জি২০ বৈঠক, পরের দায়িত্ব পেল ব্রাজিল

G20summit: দিল্লিতে শেষ হল জি২০ বৈঠক। পরবর্তী বিশ্ব সম্মেলনের দায়িত্ব পেলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। রবিবার সভা শেষে প্রেসিডেন্ট লুলার হাতে জি২০-র সভাপতিত্বের হাতুড়ি তুলে দিলেন প্রধানমন্ত্রী মোদী।

https://youtu.be/2xVks2rkPtE

প্রধানমন্ত্রী মোদী সমাপ্তি বক্তব্যে বলেন, ভারতের হাতে নভেম্বর মাস পর্যন্ত জি২০-র সভাপতিত্বের দায়িত্ব থাকছে। এই সম্মেলনে যেগুলি সিদ্ধান্ত হিসেবে নেওয়া হল, তা ঠিকঠাক কার্যকারী হচ্ছে কি না, সেই সংক্রান্ত সমীক্ষা করতে আগামী নভেম্ব‌র মাসে একটি ভার্চুয়াল বৈঠক করা হবে।

About The Author