G-SAT SpaceX Launch: প্রথমবার মাস্কের রকেটে মহাকাশে পৌঁছল ভারতের ‘জিস্যাট ২০’

ডেস্ক রিপোর্ট: এই প্রথমবার ইলন মাস্কের রকেটে চরে মহাকাশে পৌঁছল ভারতের স্যাটেলাইট। মার্কিন সংস্থা স্পেসএক্স-কে দিয়ে জি-SAT কমিউনিকেশন স্যাটেলাইট মহাকাশে পাঠাল ইসরো।

প্রায় ৪ হাজার ৭০০ কেজি ওজনের জি-সাট স্যাটেলাইট ফ্যালকন নাইন রকেটে চেপে মহাকাশে সফলভাবে পৌঁছে গিয়েছে। এর মাধ্যমে ভারতের প্রত্যন্ত এলাকায় হাইস্পিড ব্রডব্যান্ড পরিষেবা পৌছবে। বাড়তি সুবিধা পাবেন বিমান যাত্রীরাও। অন্তত ৪২ জিবিপিএস স্পিডে হবে যোগাযোগ সাধন।

ইসরো স্যাটেলাইট ইলনের রকেটের চরে যাচ্ছে কেন? ঘটনার পর অনেকেই এই প্রশ্ন করছে। যেখানে বাইরের দেশের বিজ্ঞানিরা ইসরোকে বেছে নেয় স্যাটেলাইট মহাকাশে পাঠানোর মাধ্যম হিসেবে, সেখানে ইসরো মার্কিন সংস্থাকে কেন বেছে নিল তাদের স্যাটেলাইট পাঠানোর জন্য?

আসলে ঘটনা হল, ভারতের ইসরোর সবচেয়ে শক্তিশালী রকেট জিএসএলভি (GSLV) এখনও পর্যন্ত চার হাজার কেজি ওজনের বেশি ভারি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করতে পারে না। এবং এই কারণে বিগত কয়েক বছর ধরেই এই কাজ করানো হচ্ছিল ফরাসি সংস্থা এরিয়ানস্পেসকে দিয়ে। তবে দীর্ঘদিনের সেই ইতিহাস এবারে বদলে গেল। এবারে বেছে নেওয়া হল এলন মাস্কে‌র সংস্থাকে। স্পেসএক্স জানিয়েছে, স্যাটেলাইটটি সফলভাবে নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করেছে।

About The Author