Madhyamik: অভাবী কৃষক পরিবারের মেয়ে ফুলতুলসি ডাক্তার হতে চায়

অভাবকে সঙ্গী করি নজরকাড়া সাফল্য ফুলতুলসির। মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ৭০০ মধ্যে ৬৪৯। বাবা কৃষিকাজ করে যা আয় করেন তা দিয়েই কোনওমতে দুই ছেলেমেয়ের পড়াশোনা চালাচ্ছেন। ছোট থেকেই ক্লাসে ফার্স্ট হওয়া ফুলতুলসি আগামীতে ডাক্তারি পড়তে চায়। তবে অভাবের সংসারে কিভাবে মেয়ের স্বপ্ন পূরণ করবেন এখন সেই চিন্তাই করছেন পরিবারের সদস্যরা।

রাজগঞ্জ ব্লকের কুকুরজান অঞ্চলের ফরেয়াভিটা গ্রামের বাসিন্দা সুফলচন্দ্র রায়। কৃষিকাজ করেই কোনওমতে সংসার চালান। এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে সুফলবাবুর ছোট্ট সংসার। বড় ছেলে কলেজে পড়ছেন। মেয়ে ফুলতুলসি রায় বণিজের হাট হাইস্কুলের ছাত্রী। এবারের মাধ্যমিকে ৭০০’র মধ্যে ৬৪৯ পেয়েছে। ফুলতুলসি জানায়, বিজ্ঞান নিয়ে পড়া শুরু করে দিয়েছে। আগামীতে ডাক্তার হওয়ার স্বপ্ন রয়েছে। বাবা অনেক কষ্ট করে কৃষিকাজ করে আমাদের পড়াশোনা করাচ্ছেন ও সংসার চালাচ্ছেন। তাই সরকারি বেসরকারি সাহায্য তার স্বপ্ন পূরণের সহায় হতে পারে। 

ফুলতুলসির বাবা জানান, মেয়ে ডাক্তার হতে যায়। চাষবাস করেই সংসার চলে। জানিনা এই অভাবের সংসারে মেয়ের ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবো কি না। ইতিমধ্যেই পরিবারটির সঙ্গে দেখা করে ফুলতুলসীকে শুভেচ্ছা জানিয়েছেন ডিপিএসসি-র চেয়ারম্যান লক্ষমোহন রায়। তাঁর কথায়, মেয়ের পড়াশুনার ব্যাপারে যথাসম্ভব সহযোগিতা করা হবে।


RNF-এ প্রকাশিত খবর সংক্রান্ত কোনও অভিযোগ বা জিজ্ঞাসার জন্য ফোন করুন 8250955518 নম্বরে


About The Author