বাংলাদেশের পণ্যবাহী ট্রাক আটকে বিক্ষোভ, উত্তেজনা ফুলবাড়ি ইমিগ্রেশন চেকপোস্টে

বাংলাদেশে দীপু দাস হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার সকাল থেকে উত্তেজনা ছড়াল উত্তরবঙ্গের ফুলবাড়ি ইমিগ্রেশন চেকপোস্টে। হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা সীমান্তে জড়ো হয়ে বাংলাদেশগামী পণ্যবাহী ট্রাকের পথ আটকে দেন। তাঁদের দাবি, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ না হলে ভারত থেকে কোনও রফতানি যাবে না।

প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল থেকেই ট্রাকের লম্বা সারি তৈরি হয়। বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন এবং বাংলাদেশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, দীপু দাসকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, অথচ অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। তবে বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এর ফলে সীমান্তে আমদানি-রফতানি কার্যত বন্ধ হয়ে পড়ে।

উল্লেখযোগ্যভাবে, একই ধরনের বিক্ষোভ উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙা ও পেট্রাপোল সীমান্তেও হয়েছে। দিল্লি ও কলকাতায় বাংলাদেশি মিশনের সামনে ইতিমধ্যেই বিক্ষোভ হয়েছে। এবার সরাসরি সীমান্তে ট্রাক আটকে দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

About The Author