Siliguri: গুঁড়ো সাবান তৈরির কারখানায় আগুন, কয়েক কোটির ক্ষতি

শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ীতে একটি গুড়ো সাবান তৈরির কারখানায় ভয়াবহ আগুন লাগে। প্রায় দশ ঘন্টা ধরে আগুনে পুড়ল কারখানা। এই ঘটনায় প্রায় ১২ কোটি টাকা মুল্যের সম্পদ নষ্ট হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।

জানা গিয়েছে, ফুলবাড়ি আমাইদীঘিতে একটি ডিটারজেন্ট কারখানায় শনিবার সন্ধ্যায় আগুন লাগে। কাজ সেরে বাড়ি মুখো শ্রমিকেরা ওই আগুন দেখতে পান। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ডিটারজেন্ট প্যাকেট থেকে পুরস্কার হিসেবে যে কম্বল পাওয়া যায় সেই কম্বল মজুত রাখার ঘর থেকেই আগুন লেগেছিল। সেই সঙ্গে কারখানায় যেখানে সেখানে ছড়িয়ে রাখা ছিল দাহ্য পদার্থ। এই ঘটনায় কারখানার বিল্ডিংও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগুন দেখতে পেয়ে প্রথমে কারখানার অগ্নি নির্বাপণ ব্যবস্থার মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা করা হলেও সাফল্য আসেনি। তারপর খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে আসে পুলিশ। দুটি ইঞ্জিনের চেষ্টা সত্ত্বেও প্রায় ১০ ঘণ্টা ধরে আগুন জ্বলল। কারখানাযর যাবতীয় জিনিস আগুনে পুড়ে নষ্ট হয়েছে।

About The Author