গৃহবধূকে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে, গ্রেপ্তার স্বামী

গৃহবধুকে নৃশংস ভাবে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। গৃহবধুর পরিবারের তরফে এনজেপি থানায় অভিযোগ দায়ের হতেই গ্রেপ্তার হলেন অভিযুক্ত স্বামী। রাজগঞ্জ ব্লকের জটিয়াকালী এলাকার ঘটনায় চাঞ্চল্য।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ৩ বছর আগে জটিয়াকালি এলাকার বাসিন্দা মুন্না খানের সঙ্গে শিলিগুড়ি ৪ নম্বর ওয়ার্ডের আদর্শ নগরের বাসিন্দা মুক্তা বিবির বিয়ে হয়েছিল। তাদের একটি দেড়বছরের কন্যা সন্ত্যান রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনেরা মুক্তার ওপর নির্যাতন চালাত।

গত শনিবার রাতে মুক্তার শ্বশুরবাড়ি থেকে খবর দেওয়া হয় মুক্তা গুরুতর অসুস্থ এবং তাকে ফুলবাড়ির একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌছালে মুক্তার মৃত্যুর খবর পান পরিবার। তার দেহে গুরুতর জখমের চিহ্ন দেখতে পান তারা। ঘটনার পরপরই শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ এনে এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মুক্তার বাবা গুলজার হোসেন। রবিবার সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় স্বামী মুন্নাকে। গৃহবধুর পরিবারের পক্ষ দোষিদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।

About The Author