ওভারটেক করতে গিয়ে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত চা কারখানার ম্যানেজার

রাজগঞ্জ: ট্রেলার ও ছোট চার চাকা গাড়ির সংঘর্ষ মৃত্যু এক চালকের। ঘটনার পরই পলাতক অন্য গাড়িটির চালক। রবিবার ফুলবাড়ি সংলগ্ন জিয়াগঞ্জে ঘটে মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃতের নাম অসীম কুমার মিত্র (৬৬)। রাধারবাড়ি চা পাতা কারখানায় ম্যানেজারের কাজ করতেন। তার বাড়ি শিলিগুড়ি দেশবন্ধু পাড়ায়।

স্থানীয় সূত্রে জানা  গিয়েছে, শিলিগুড়ি থেকে আসা একটি ছোট চারচাকা গাড়ি জিয়াগঞ্জ এলাকায় অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গেলে উল্টো দিক থেকে আসা ট্রেলার গাড়ির মুখোমুখি পড়ে সংঘর্ষ ঘটে। ট্রেলার গাড়িটি নয়ানজুলিতে পরে যায়। চালক পালিয়ে যান। গাড়িটিকে উদ্ধার করে পুরো ঘটনার ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গুরুত্বর আহত অবস্থায় ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।

আত্মহত্যা না খুন? শোয়ার ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য রাজগঞ্জের জুগ্নিডাঙ্গা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম পিঙ্কি রায় (২০)। স্বামীর নাম বাসুদেব রায়। প্রায় ৪ বছর আগে বিয়ে হয়েছিল তাদের। রবিবার সকাল আনুমানিক দশটায় ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে তার আগেই ঝুলন্ত দেহ নামিয়ে আনেন পরিবারের লোকেরাই। এরপর দেহ উদ্ধার করে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। কি কারণে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়।

About The Author