জুবিনের মৃত্যু ঘিরে প্রশ্ন, মঙ্গলবার নতুন করে ময়নাতদন্ত হবে গায়কের

অসমের জনপ্রিয় গায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জুবিন গার্গের আকস্মিক মৃত্যুর তদন্তে নতুন মোড়।

তাঁর মরদেহে নতুনভাবে ময়নাতদন্ত করা হবে মঙ্গলবার সকালে গুয়াহাটি মেডিকেল কলেজে। এই প্রক্রিয়া তত্ত্বাবধান করবেন AIIMS গুয়াহাটির বিশেষজ্ঞ চিকিৎসকরা।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, জনগণের দাবির ভিত্তিতে এবং তদন্তে স্বচ্ছতা আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জুবিনের শেষকৃত্য হবে কামারকুচি গ্রামে, মঙ্গলবার সকাল ৮টায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।

এদিকে রাজ্য সরকার কামারকুচিতে ১০ বিঘা জমি অধিগ্রহণ করেছে, যেখানে জুবিন গার্গের স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন AGP নেতা কেশব মহন্ত।

জুবিনের মৃত্যু নিয়ে প্রথমে বলা হয়েছিল, তিনি সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় মারা যান। পরে মুখ্যমন্ত্রী জানান, তিনি লাইফ জ্যাকেট ছাড়া সাগরে সাঁতার কাটতে গিয়ে অজ্ঞান হয়ে যান এবং পরে হাসপাতালে মৃত্যু হয়।

তাঁর মৃত্যুর ভিডিও ফুটেজে দেখা যায়, জুবিন লাইফ জ্যাকেট পরে ইয়ট থেকে সাগরে ঝাঁপ দেন, পরে ফিরে আসেন, কিন্তু কিছুক্ষণ পরেই তাঁকে অজ্ঞান অবস্থায় ভাসতে দেখা যায়।

তথ্যসূত্র:

About The Author