বিনামূল্যে কৃত্রিম হাত-পা নিয়ে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ দিচ্ছে এই সংস্থা

রাজগঞ্জ: দুর্ঘটনায় হাত পা খুইয়েছেন! অথবা জন্ম থেকেই প্রতিবন্ধী; এমন অনেকেই রয়েছেন আমাদের আশেপাশে। তাদের জন্য এবার বিনামূল্যে প্রতিবন্ধগত সংক্রান্ত চিকিৎসা এবং বিনামূল্যে সার্জারির সুবিধা পেতে একটি শিবিরের আয়োজন করেছে কালিম্পং বাগধারা অপাঙ্গ কল্যাণ সংগঠন (Kalimpong Bagdhara Apang Kalyan Sangathan)। এখানে নারায়ন সেবা সংস্থা-র তরফে বিনামূল্যে চিকিৎসা এবং প্রয়োজনে কৃত্রিম হাত বা পা’য়ের জন্য মাপ নিয়ে সেটি লাগিয়ে দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে। এই সবই হবে বিনামূল্যে, এমনটাই দাবি সংস্থার সদস্যদের।

রাজগঞ্জ থেকে এই সেবা সংস্থার সদস্যা রজনী মেনন বলেন, আগামী ২৭ মার্চ কালিম্পংয়ে এই সংক্রান্ত একটি শিবির অনুষ্ঠিত হবে। সেখানে অভিজ্ঞ ডাক্তারেরা এই সংক্রান্ত সমস্যা দেখবেন। প্রয়োজন হলে বিনামূল্যে সার্জারি এবং বিকল্প হাত বা পায়ের জন্য মাপ নিয়ে তা লাগিয়ে দেওয়া হবে। যদিও কৃত্রিম হাত-পা’য়ের জন্য অন্য তারিখেও আসতে হতে পারে। তবে, যাদের চিকিৎসা করার সামর্থ্য নেই এবং বিকল্প হাত-পায়ের খুবই প্রয়োজন, মূলত তাদের কথা ভেবেই এমন উদ্যোগ নিয়েছে নারায়ণ সেবা সংস্থা।

আগামী রবিবার সকাল ন’টা থেকে কালিম্পংয়ের প্রধান রোড লাগোয়া দিশা সেন্টারে এই শিবির আয়োজিত হবে। জন্মগত প্রতিবন্ধী, বিনামূল্যে পক্ষাঘাতগ্রস্ত হাত-পায়ের চিকিৎসা অথবা যারা দুর্ঘটনায় হাত-পা হারিয়েছেন তাদের জন্য উপযুক্ত বিকল্প ব্যবস্থা করা ইত্যাদি পরিষেবা সেই ক্যাম্প থেকে দেওয়া হবে। এই সুবিধা পেতে ফোন করা যাবে 98877 97151, 93390 19863, 62945 60064 নম্বরগুলিতে। শিবিরে রোগীর পরিচয় পত্র আধার কার্ড এবং সঙ্গে দুটি ছবি নিয়ে যেতে হবে যেখানে রোগীর সমস্যা বোঝা যেতে পারে।

About The Author