এবার আন্দোলনের আঁচ ফ্রান্সে! ‘ব্লক এভরিথিং’ আন্দোলনে রাস্তায় আগুন, ট্রেন বন্ধ, ২৫০ জন গ্রেপ্তার। নতুন প্রধানমন্ত্রী লেকোর্নুর প্রথম দিনেই চরম চ্যালেঞ্জ।
প্যারিস সহ গোটা ফ্রান্সে বুধবার ‘ব্লক এভরিথিং’ আন্দোলনের জেরে চরম বিশৃঙ্খলা ছড়ায়। অনলাইন আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নামে, আগুন লাগায়, ট্রেন চলাচল বন্ধ করে দেয়। পুলিশের টিয়ার গ্যাস, ব্যারিকেড ভাঙা, এবং সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী।
দেশজুড়ে মোতায়েন করা হয় ৮০,০০০ পুলিশ, তবু আটকানো যায়নি বিক্ষোভকারীদের। প্যারিসে ১৫৯ জন সহ মোট ২৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রেন শহরে একটি বাসে আগুন লাগানো হয়, দক্ষিণ-পশ্চিমে ট্রেন লাইনে আগুনে ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুৎ সংযোগ।
এই আন্দোলনের পেছনে রয়েছে বাজেট কাটছাঁট, জাতীয় ছুটি বাতিল, এবং সরকারি পরিষেবার বেসরকারিকরণের বিরুদ্ধে ক্ষোভ। সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নুর প্রথম দিনেই এই আন্দোলন তাঁর জন্য এক কঠিন পরীক্ষা হয়ে দাঁড়ায়।
আন্দোলনকারীরা বলছেন, “আমরা চুরি হওয়া রাষ্ট্রে বাস করছি।” অন্যদিকে, কেউ কেউ এই আন্দোলনকে গণতন্ত্রের পরিপন্থী বলেও অভিহিত করেছেন।
২০১৮-১৯ সালের ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের ছায়া যেন আবার ফিরে এসেছে, যেখানে সাধারণ মানুষের ক্ষোভ রাস্তায় নেমে আসে।