বিজেপিতে যোগ দিলেন ধূপগুড়ির প্রাক্তন তৃণমূল বিধায়ক মিতালী রায়

ধূপগুড়ি: ভোটের আগে ফের দলবদল! এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ধূপগুড়ির প্রাক্তন বিধায়ক মিতালী রায়।

গতকালই তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে তৃণমূলের হয়ে বক্তব্য রাখতে দেখেছেন ধূপগুড়ির মানুষ। রবিবার সকাল সকাল আচমকা যোগ দিলেন পদ্ম শিবিরে। যোগদান অনুষ্ঠানে মিতালী রায়কে ‘ধূপগুড়ির সুকন্যা’ বলে উল্লেখ করেন বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী।

শনিবার ধূপগুড়ি নেতাজী পাড়ায় বিজেপির অস্থায়ী নির্বাচনী কার্যালয় থেকে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন মিতালী। সঙ্গে ছিলেন বিজেপির সাংসদ জয়ন্ত রায়, বিধায়ক অসিম সরকার প্রমুখ।

প্রসঙ্গত, মঙ্গলবারই ধূপগুড়িতে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার আগে মিতালী রায়ের পদ্ম যোগের সিদ্ধান্তে শোরগোল পড়ে গিয়েছে ধূপগুড়িতে।

About The Author