ব্রাত্য দিলীপ! BJP-র নবনিযুক্ত সভাপতি শমীকের সংবর্ধনায় আমন্ত্রণ পাননি প্রাক্তন রাজ্য সভাপতি

বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন না প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। আর সেই দিনই তাঁকে দেখা গেল দুর্গাপুরের রাস্তায় হাতে ডুগডুগি নিয়ে ঘুরতে—যা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।

বৃহস্পতিবার রাজ্য বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে ঘিরে আয়োজিত সংবর্ধনা সভায় ডাক পাননি দলের দুই প্রাক্তন সভাপতি—দিলীপ ঘোষ ও তথাগত রায়। বিষয়টি ঘিরে রাজ্য বিজেপির অভ্যন্তরে নানা প্রশ্ন উঠছে।

ডুগডুগি হাতে দিলীপ ঘোষের প্রকাশ্য উপস্থিতি অনেকের মতে প্রতীকী প্রতিবাদ! যদিও সংবাদমাধ্যমে তিনি বলেন, “দল যখন যে দায়িত্ব দিয়েছে, নিষ্ঠার সঙ্গে পালন করেছি। এখন আমি এর মধ্যে নেই। আমাকে আলাদা করে কিছু জানানো হয়নি। আমি সভাপতি নির্বাচনের ভোটারও নই। যাঁদের ডাকা হয়েছে, তাঁরা প্রদেশ পরিষদের সদস্য। তাই স্বাভাবিকভাবেই আমার সেখানে যাওয়ার প্রশ্ন ওঠে না।”

তথাগত রায়ও জানান, জ্বরের কারণে তিনি যোগ দিতে পারেননি। তবে তিনি স্বীকার করেছেন, শমীক তাঁকে ফোন করে অনুষ্ঠানের কথা জানিয়েছিলেন।

রাজ্য বিজেপির সাম্প্রতিক বেশ কয়েকটি কর্মসূচিতেই অনুপস্থিত দিলীপ ঘোষ। সূত্রের দাবি, কেন্দ্রীয় নেতৃত্বের ইচ্ছাতেই আপাতত দিলীপকে গুরুত্বহীন রাখা হচ্ছে। বিশেষ করে, দিঘায় মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে উপস্থিত হওয়া এবং দলের অভ্যন্তরীণ মতবিরোধ সম্পর্কে প্রকাশ্যে মন্তব্য করার পর তাঁর সঙ্গে নেতৃত্বের দূরত্ব বেড়েছে।

৬ মে রাজ্য দফতরে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হয়, যেখানে দলের প্রথম সারির নেতারা উপস্থিত থাকলেও দিলীপ ঘোষ আমন্ত্রিত ছিলেন না। এমনকি, পরদিন বিধাননগরে আয়োজিত বড় বৈঠকেও তাঁকে দেখা যায়নি।

এ সবের মধ্যেই দিলীপ ঘোষ নতুন দল গড়তে পারেন—এই গুঞ্জনও রাজ্য বিজেপির অন্দরে জোরালো হচ্ছে। যদিও দিলীপ সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন ইতিমধ্যেই।

About The Author