বাংলার প্রাক্তন রাজ্যপাল প্রয়াত, শোকজ্ঞাপন মমতার

প্রয়াত হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। রবিবার ভোর ৫টা নাগাদ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। প্রাক্তন রাজ্যপালের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথায়, দেশের জন্য তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

গত বছরের ডিসেম্বর মাসে শৌচাগারে পা পিছলে পড়ে গিয়েছিলেন বাংলার প্রাক্তন রাজ্যপাল। তাঁর হাত ভেঙে গিয়েছিল। সেই সঙ্গে দেখা গিয়েছিল শ্বাসকষ্টজনিত সমস্যা। শারীরিক ভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন তিনি। তাঁকে রাখা হয়েছিল আইসিইউতে। সম্প্রতি কিছুটা সুস্থ হওয়ায় তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়েছিল। রবিবার ভোরে উত্তরপ্রদেশে তাঁর বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন বাংলার প্রাক্তন রাজ্যপাল।

২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব সামলে ছিলেন কেশরীনাথ ত্রিপাঠী। বাংলার প্রাক্তন রাজ্যপালের প্রয়াণে টুইট করে শোকপ্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

About The Author