প্রয়াত প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত

বাংলার ফুটবল জগতে ফের নক্ষত্রপতন। করোনা আক্রান্ত হয়ে প্রয়াত প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত। গত ২৩ জানুয়ারি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এরপর থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর তিনি কোমায় চলে গিয়েছিলেন। সুরজিৎ সেনগুপ্তর প্রয়াণে শোকের ছায়া খেল জগতে। তাঁর মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

১৯৫১ সালের ৩০ অগস্ট সুরজিৎ সেনগুপ্তের জন্ম। ১৯৭২ সাল থেকে দু’বছর মোহনবাগানের হয়ে খেলেছেন। ১৯৭৪ সাল থেকে টানা ছ’বছর ইস্টবেঙ্গলের হয়ে খেলেন। ১৯৭৮-৭৯ সালে ইস্টবেঙ্গলের অধিনায়ক হয়েছিলেন। তাঁর অধিনায়কত্বে ১৯৭৮-এ ডুরান্ড জয় ইস্টবেঙ্গলের। ১৯৮০ সালে সই করেন মহমেডানে। পরের বছর ফের মোহনবাগানে। সেখানে এরপর খেলেছিলেন তিন বছর।

About The Author