‘স্বপ্নার বাড়িতে গিয়েছে কাকে জিজ্ঞেস করে?’, ধমক মুখ্যমন্ত্রীর, বদলি রেঞ্জার

আরএনএফ ডিজিটাল ডেস্ক: স্বপ্না বর্মনের বাড়িতে বনদপ্তরের অভিযানের ঘটনায় বনদপ্তরের আধিকারিক সঞ্জয় দত্তের বদলির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে বলেন, ‘স্বপ্না খুব ভালো মেয়ে, ভালো খেলে। আমি ওকে সম্মান করি। বনদপ্তরের কিছু লোক ওর বাড়িতে হানা দিয়েছিল। তাঁরা আমাদের জিজ্ঞেস করে যায়নি। তাঁরা আমাদের জিজ্ঞেস করে গেলে, আমরা অনুমতি দিতাম না।’

https://www.facebook.com/RNFNewsOfficial/videos/1407921662731671/ 

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘স্বপ্না বাড়ি করবে বলে কাঠ কিনে ফেলেছে। আমি মনে করি, ওর দোষ নেই। আমার বাড়িতে এসে কে কি বিক্রি করছে সেটা আমি কিভাবে জানবো? এই খবরটি আমি একটি কাগজে দেখি। তারপরই আমি নিজে ফোন করি স্বপ্নাকে। ওকে বলেছি, চিন্তা না করতে। বনদপ্তরের তরফে একটি কাগজ দেওয়া হয়েছে। ব্যাপারটা আমরা মিটিয়ে নিয়েছি।’

প্রসঙ্গত, গত সোমবার সূত্র মারফত খবর পেয়ে জলপাইগুড়ির কালিয়াগঞ্জে স্বপ্নার বাড়িতে হানা দেয় বনদপ্তরের কর্মীরা। অভিযোগ ছিল, নিজের বাড়িতে বেআইনি কাঠ মজুদ করে রেখেছেন স্বপ্না। চাওয়া হয় মজুদ কাঠের বৈধ কাগজ। এরপর কাগজ না দেখতে পারায় স্বপ্নাকে ৩০ দিনের নোটিশ ধরান বন আধিকারিক। তবে পাশাপাশি স্বপ্নাকে চরম হেনস্থার অভিযোগ ওঠে রেঞ্জারের বিরুদ্ধে। এই নিয়ে এখনও তোলপাড় সামাজিক মাধ্যম। কারও অভিযোগ, রাজবংশী সম্প্রদায়কে অপমান করা হচ্ছে। এরপরই বৃহস্পতিবার রেঞ্জারের বদলির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। 

https://www.facebook.com/RNFNewsOfficial/videos/341226486871714/