অভিবাসন আইন চালু, অনুপ্রবেশকারীদের জন্য ডিটেনশন ক্যাম্প বাধ্যতামূলক

নয়াদিল্লি: অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী আইন ২০২৫ চালু হওয়ার পর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, অনুপ্রবেশকারী সন্দেহে বহু বাসিন্দাকে বাংলাদেশে পুশ ব্যাক করা হচ্ছে। নতুন আইনের আওতায় ধরা পড়লে অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর আগে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে।

এই ক্যাম্পে স্থান পাবে সেইসব ব্যক্তি, যাঁদের পরিচয় নিয়ে সন্দেহ রয়েছে এবং ফরেনার্স ট্রাইব্যুনালের সামনে যথাযথ প্রমাণ হাজির করতে ব্যর্থ হয়েছেন। ক্যাম্পে রাখা হবে ফেরত পাঠানোর আগ পর্যন্ত, যাতে তাদের গতিবিধির উপর নজর রাখা যায়। পাশাপাশি, বিদেশি নাগরিকদের পর্বতশৃঙ্গ আরোহণের জন্য কেন্দ্রীয় অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে। গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত বিদেশিদের ভারতে প্রবেশের অনুমতিও বাতিল হতে পারে।

নতুন আইনে নেপাল ও ভুটানের নাগরিকেরা পাসপোর্ট দেখিয়ে ভারতে প্রবেশ করতে পারবেন, তবে চিন, পাকিস্তান বা আফগানিস্তান হয়ে এলে প্রবেশ নিষিদ্ধ। তাঁদের সরাসরি নিজ দেশ থেকে ভারতে আসতে হবে।

About The Author