লাদাখের লেহ-এ সাম্প্রতিক বিক্ষোভ ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে। কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর বি.ডি. গুপ্তা দাবি করেছেন, এই সহিংসতার পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে। তাঁর মতে, লেহ-এ যে হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে, তা স্বাভাবিক গণআন্দোলনের সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে।
অন্যদিকে, কাশ্মীর ডেমোক্রেটিক অ্যালায়েন্স (KDA) এই মন্তব্যকে ‘দায় এড়ানোর কৌশল’ বলে অভিহিত করেছে। তারা প্রশ্ন তুলেছে, যদি সত্যিই বিদেশি হস্তক্ষেপ থাকে, তবে কেন্দ্রের গোয়েন্দা ও নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা কোথায়?
KDA-এর তরফে দাবি করা হয়েছে, জনগণের দীর্ঘদিনের দাবি ও বঞ্চনার প্রতিফলন হিসেবেই এই আন্দোলন শুরু হয়েছে, এবং সরকার তার প্রতি যথাযথ গুরুত্ব না দেওয়াতেই পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। এই বিতর্কের মাঝে লাদাখের সাধারণ মানুষ উদ্বিগ্ন! তাদের দাবি, শান্তিপূর্ণ প্রতিবাদকে যেন রাজনৈতিক কৌশলের বলি না করা হয়।

