‘তাঁকে ভোলানো যাবে না…’, পেলে’র প্রয়াণে মুহ্যমান এমবাপে-মেসি’রা

প্রয়াত হলেন ব্রাজিলের কিংবদন্তি পেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। কিংবদন্তীর প্রয়াণে শোক প্রকাশ গোটা দুনিয়ার। শোক প্রকাশ করেছেন মেসি-এমবাপে সহ ফুটবল তারকারাও।

গত ২৯ নভেম্বর আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর একমাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পেলে। তবে ২৫ ডিসেম্বর বড়দিনের ঠিক আগে তাঁর শারীরিক অবস্থার ফের অবনতি হয়। এরপর শুক্রবার সকালে তিনি শেষ নিশ্বাস ত‍্যাগ করেন।

এই বছরেই মেসির হাতে বিশ্বকাপ উঠেছে। আর তাতেই আনন্দে উদ্বেল হয়ে উঠেছে বিশ্ব। তবে সেই রেশ কাটতে না কাটতেই তীব্র দুঃসংবাদ আছড়ে পড়ল যেন। পেলের মৃত্যুর খবরে শোকের ছায়া ফুটবল দুনিয়ায়।

ফরাসী ফুটবলার এমবাপে লিখেছেন, তাঁকে কখনও ভোলানো যাবে না।’ সেই সঙ্গে পেলের সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। এদিকে রোনাল্ডো‌, মেসি, নেইমারও দুঃখ প্রকাশ করেছেন।

প্রায় এক মাস ধরে পেলে ভর্তি ছিলেন হাসপাতালে। হাসপাতালে থেকেই ক্রিসমাস কেটেছিল পরিবারের সঙ্গে। তবে নতুন বছর আর দেখা হল না কিংবদন্তির। ফুটবলের দুনিয়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ কিংবদন্তি হিসেবে ধরে নেওয়া হত ব্রাজিলের কিংবদন্তি পেলেকে।

প্রায় দু’দশক ম্যাজিক দেখিয়েছেন সাম্বা ফুটবলার। ব্রাজিলের ক্লাব স্যান্টোস এবং জাতীয় দলের হয়ে মাঠে নেমে গড়েছেন একের পর এক কীর্তি। দেশকে তিন-তিনটে বিশ্বকাপ এনে দিয়েছেন। শুক্রবার কিংবদন্তির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তবদ্ধ গোটা বিশ্ব।

About The Author