ডাক্তারি পড়ুয়াদের অনেকেই, সেসময় মেসের বেঞ্চে বসে খাবার খাচ্ছিলেন। আচমকাই মেডিকেল কলেজে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। মুহূর্তেই বদলে গেল ছবিটা।
এদিকে, বিমানের ভেতরে ছিলেন ২৪২ জন। ঘটনার পরই যেন তালগোল পাকিয়ে গেল সবকিছু। চারিদিকে লাশের ছড়াছড়ি। ঘটনার পরের ছবিতে খাবারের প্লেট সাজানো রয়েছে, সহজেই দেখা যায়, কিন্তু হায়, লোকগুলো হয়ত আর নেই। দুঃখপ্রকাশ নেটাগরিকদের।
গুজরাতে এদিনের বিমান দুর্ঘটনা, ভারতের ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার একটি। শেষ পাওয়া খবরে, একজন বাদে ২৪১ জন, সকলের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। অন্যদিকে মেডিকেল কলেজেরও অন্তত ৫ শিক্ষার্থী ডাক্তার মারা গিয়েছেন।
এদিন, লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ওই বিমানটিতে ১৬৯ জন ভারতীয় এবং ৫৩ জন ব্রিটিশ নাগরিক ও অন্য দেশের নাগরিকদের নিয়ে লন্ডনের উদ্দেশে উড়তে শুরু করে। তবে মিনিট ৫-এর কিছু আগেই ভেঙ্গে পড়ে বিমান বন্দরের অদূরে একটি মেডিকেল কলেজের ওপর। বহু পরিবার এক নিমিষেই তাদের পরিবারের সদস্যদের হারিয়ে ফেললেন।
একেই বলে ইশ্বরের চমৎকার! ২৪২ জনের মধ্যে চমকপ্রদভাবে বিমান দুর্ঘটনায় এক যাত্রী প্রাণে বেঁচে গিয়েছেন! ভিডিও ভাইরাল নেট মাধ্যমে। দাবি করা হচ্ছে, ব্যক্তির নাম বিশ্বকুমার রমেশ। বিমানটির ১১এ আসনে বসেছিলেন ওই যাত্রী। এই সিটটির পাশেই ছিল এমারজেন্সি এক্সিট। মনে করা হচ্ছে, বিমানটি সংঘর্ষে অবতীর্ণ হওয়ার আগের মুহূর্তে যখন বিমানটি মাটি থেকে সামান্য উঁচুতে ছিল, তখনই ওই যাত্রী হয়ত নেমেছেন। যদিও বিষয়টি তদন্ত সাপেক্ষ।
বর্তমানে ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর চিকিৎসা চলছে। তবে অবস্থা গুরুতর নয়। বিষয়টি নিশ্চিত করেছেন আহমেদাবাদের পুলিশ কমিশনার জিএ মালিক।
যাত্রী তালিকা ঘেঁটে দেখা গিয়েছে, ওই যাত্রীর নাম বিশ্বকুমার রমেশ। লন্ডন যাচ্ছিলেন। তবে বিমানটি গুজরাতের সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দর থেকে যাত্রা শুরুর পাঁচ মিনিট পরেই ভেঙে পড়ে অদূরে একটি মেডিকেল কলেজের ওপর।
বিমানটিতে ২৪২ জন ছিলেন। তাঁদের মধ্যে ২৩০ জন যাত্রী এবং ১২ জন বিমানকর্মী। ২৪২ জনেরই মৃত্যুর খবর নিশ্চিত করা হয় প্রাথমিক ভাবে। তবে সন্ধ্যা হতেই জানা যায়, একজন যিনি ১১এ সিটে বসেছিলেন, তিনি কোনওভাবে প্রাণে বেঁচে গিয়েছেন।
এদিকে, এই ঘটনায় গুজারাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানির মৃত্যু নিশ্চিত করেছে পুলিশ। জানা যায়, তিনি লন্ডনে তার স্ত্রীর কাছে যাচ্ছিলেন। তবে দুর্ভাগ্যবশত রুপানির মৃত্যু হয়েছে এই ঘটনায়।